বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাঠ্যবইয়ে বাবরের কভার ড্রাইভ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০২  

পাঠ্যবইয়ে-বাবরের-কভার-ড্রাইভ

পাঠ্যবইয়ে-বাবরের-কভার-ড্রাইভ

বেশ কিছুদিন ধরেই বাবর আজমের ফর্মটা ঠিক তার পক্ষে কথা বলছে না। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ৬ ইনিংস খেলে তিনি করেছেন মাত্র ৬৮ রান। তবে পাকিস্তান অধিনায়ক এরপরও আছেন আলোচনায়। কারণ এই ব্যাটারের বিখ্যাত কভার ড্রাইভ তার দেশ পাকিস্তানের পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছে।

কভার ড্রাইভ হলো অফ স্টাম্পের বাইরের বলে সামনের পায়ের গতানুগতিক মুভমেন্ট আর কবজির মোচড়ের মিশেলে দারুণ টাইমিংয়ে করা শট। যা কভার অঞ্চল দিয়ে দ্রুতগতিতে বেরিয়ে যায়।

বাবর আজমের এই শট নিয়ে ক্রিকেট রোমান্টিসিস্টদের আলোচনা হয় বেশ। এর পরিমাণ এতটাই যে, তার এই কভার ড্রাইভ এবার শিক্ষার্থীদের বিজ্ঞান শেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে।

গত কয়েক দিনে এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা টুইট বেশ করে ঘুরে বেড়াচ্ছে। যেখানে বলা হচ্ছে, বাবর আজমের কভার ড্রাইভ সম্পর্কিত প্রশ্ন এবার যুক্ত হয়েছে নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ে।

প্রশ্নটা হলো এমন, ‘বাবর আজম ১৫০ জুল কাইনেটিক শক্তি নিয়ে তার ব্যাট দিয়ে বলকে আঘাত করে কভার ড্রাইভ খেলেন।

ক) বলের ভর যদি ১২০ গ্রাম হয়, তাহলে বলটা সীমানায় কেমন গতিতে যাবে?

খ) ৪৫০ গ্রাম ভরের একটি ফুটবলকে একই গতিতে ছোটাতে হলে একজন ফুটবলারকে কেমন কাইনেটিক শক্তিতে বলে লাথি দিতে হবে?’

বাবরের এই শট নিয়ে আলোচনা আগেও ছিল বেশ। তবে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকে আলোচনা বেড়ে গেছে কয়েক গুণে।

Provaati
    দৈনিক প্রভাতী