শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানই এশিয়া কাপ জিতবে: শেবাগ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০১  

পাকিস্তানই-এশিয়া-কাপ-জিতবে-শেবাগ

পাকিস্তানই-এশিয়া-কাপ-জিতবে-শেবাগ

ভারতের বিপক্ষে পাঁচ উইকেটের হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। কিন্তু বাবর আজমের দলের এরপরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার। হংকংয়ের বিপক্ষে রেকর্ডময় জয়ের পর সুপার ফোরে ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মুখোমুখি লড়াইয়ে প্রতিশোধের গল্প লিখে পাকিস্তান।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাঁচ উইকেটের জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে পাকিস্তান। বাকি থাকা দুই ম্যাচের অন্তত একটি জিতলেই শিরোপার লড়াইয়ে নামার সুযোগ থাকবে তাদের। 

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে হারের পর মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। যা রোহিত শর্মাদের জন্য বাঁচা-মরার লড়াই। একটু পা হড়কালেই ভারতের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন কার্যত শেষ হয়ে যেতে পারে।

ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ এবার পাকিস্তানের সম্ভাবনাই বেশি দেখছেন। যদিও দলটির চ্যাম্পিয়ন হওয়ার কথা সরাসরি বলেননি তিনি। একটু ঘুরিয়ে বলেন, পাকিস্তান ফাইনালে উঠলে যোগ্য দল হিসেবেই উঠবে। দীর্ঘ দিন পরে এশিয়া কাপে ভারতকে হারিয়েছে তারা। আমার মতে, এটা পাকিস্তানের বছর হতে চলেছে। 

ক্রিকবাজের শোতে শেবাগ বলেন, যদি ভারত আর একটা ম্যাচে হেরে যায়, তাহলে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। পাকিস্তান সুবিধাজনক অবস্থায় রয়েছে। যদি ওরা একটা ম্যাচ হেরে পরের ম্যাচেও জেতে, তাহলেও ভালো রানরেট থাকার সুবাদে ফাইনালে উঠে যাবে। সে ক্ষেত্রেও ওদের দুটি জয় থাকবে। ভারত ইতোমধ্যে এক ম্যাচ হেরেছে। আর এক ম্যাচ হারলেই সব শেষ। তাই চাপ ভারতের বেশি।

এশিয়া কাপে দুবার শিরোপা জিতেছে পাকিস্তান। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত, শ্রীলঙ্কার শিরোপা পাঁচটি।

Provaati
    দৈনিক প্রভাতী