শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘পরাণ’-এ বুঁদ দর্শক, মুক্তির ৫০ দিনেও হাউজফুল প্রেক্ষাগৃহ

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ১৩ ০১ ০২  

পরাণ-এ-বুঁদ-দর্শক-মুক্তির-৫০-দিনেও-হাউজফুল-প্রেক্ষাগৃহ

পরাণ-এ-বুঁদ-দর্শক-মুক্তির-৫০-দিনেও-হাউজফুল-প্রেক্ষাগৃহ

কোরবানির ঈদের পর থেকে দেশের চলচ্চিত্রে সুবাতাস বইছে। গত ১০ জুলাই রাজ-মিমের অভিনীত সিনেমা ‘পরাণ’ মুক্তির পর থেকেই এটিতে বুঁদ দর্শক। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ হাউসফুল যাচ্ছে। ৮ম সপ্তাহে এসেও প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে সিনেমাটি।

‘পরাণ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির পরিচালক ও প্রযোজক ইয়াসির আরাফাত জানান এই কথা।

তিনি বলেন, মুক্তির আট সপ্তাহে এসেও পরাণ ছবির দর্শক আগ্রহ দেখে আমরা অবাক। এখনো টিকিট পাচ্ছেন না দর্শক। সিঙ্গেল স্ক্রিনের অনেক হলে ব্ল্যাকে টিকিট কেটে ছবিটি দেখছেন অনেকেই। তাই প্রতি সপ্তাহেই আমরা হল সংখ্যা বাড়াচ্ছি। আগামী সপ্তাহেও আর হল বাড়বে ছবিটির।

এই ছবির নায়ক শরীফুল রাজ ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা মধুমিতায় ব্ল্যাকে টিকিট কেটে দেখতে হলো। এ সময় সিনেমার পরিচালক রায়হান রাফিও সঙ্গে ছিলেন বলে রাজ উল্লেখ করেন। 

ভিডিওতে দেখা যায়, মধুমিতা সিনেমা হলে ব্ল্যাকে টিকিট কাটছেন রায়হান রাফি ও শরিফুল রাজ। মাস্ক থাকায় টিকিট বিক্রেতা তাদের চিনতে পারেননি। দ্রুত টিকিট কেটে সিনেমা হলে ঢুকে যান দুজন, যদিও কাজটি মজার ছলে করেছেন তারা।

মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, আমার হলে তো ‘পরাণ’ দারুণ চলছে। এখনো হাউসফুল যাচ্ছে অনেক শো। পরাণ ছবি হল মালিকদের স্বপ্ন বাড়িয়ে দিয়েছে।

রাজ ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, রোজি সিদ্দিকী, রাশেদ মামুন অপু প্রমুখ।

Provaati
    দৈনিক প্রভাতী