সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পদ ছাড়ছেন সৌরভ, আরো বড় পদে যেতে আত্মবিশ্বাসী

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ১১ ১১ ০২  

পদ-ছাড়ছেন-সৌরভ-আরো-বড়-পদে-যেতে-আত্মবিশ্বাসী

পদ-ছাড়ছেন-সৌরভ-আরো-বড়-পদে-যেতে-আত্মবিশ্বাসী

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির পদ ছাড়তে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। তবে তাতে সব হারানোর কিছু দেখছেন না সৌরভ। এর চেয়ে বড় পদে যেতে আত্মবিশ্বাসী ‘প্রিন্স অব কলকাতা’।

চারদিকে শোনা যাচ্ছে, বিসিসিআইয়ের নতুন সভাপতি হতে যাচ্ছেন ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার রজার বিনি। এই ব্যাপারে এতদিন চুপচাপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন সৌরভ। সোজা ভাষায় জবাব দিয়েছেন তিনি।

সৌরভ বলেন, 'আমি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে ছিলাম। এখন আমি অন্য কিছুতে সরে যাচ্ছি। আপনি জীবনে যেটাই করেন, সবচেয়ে সেরা দিন হচ্ছে যখন আপনি ভারতের পোশাকে খেলবেন- সেটা।’

আরো বড় জায়গায় যাবেন জানিয়ে সৌরভ বলেন, ‘আমি বিসিসিআইয়ের সভাপতি ছিলাম। এখান থেকে আরো বড় জায়গায় যাবো। আপনি সারাজীবন খেলোয়াড় থাকবেন না। আবার সারাজীবন অ্যাডমিনিস্ট্রেশনেও থাকবেন না। দুটোই করতে পেরেছি বলে ভালো লাগছে।’

বড় জায়গাটা কি সেটা এখনো খোলাসা না করলেও শোনা যাচ্ছে ইন্টারন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে নাম প্রস্তাব করা হতে পারে সৌরভের। অবশ্য এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।

কিছুদিনের মধ্যেই বিসিসিআই সভাপতি নির্বাচনের জন্য নির্বাচন প্রক্রিয়া ঘোষণা করা হবে। কিছুদিন আগে সৌরভের জায়গায় জয় শাহর নাম শোনা গিয়েছিল। যদিও শেষ সদস্য সচিব পদেই বহাল থাকছেন তিনি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিসিআই নির্বাচন। রজার বিনি সভাপতির দায়িত্ব পেলে সহ-সভাপতি হিসেবে জোর গুঞ্জন শোনা যাচ্ছে রাজীব শুক্লার নাম।

Provaati
    দৈনিক প্রভাতী