মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড়ে ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ১৪ ০২ ০১  

পঞ্চগড়ে-২৪-ঘণ্টায়-৯১-মিলিমিটার-বৃষ্টি

পঞ্চগড়ে-২৪-ঘণ্টায়-৯১-মিলিমিটার-বৃষ্টি

সম্পর্কিত খবর সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রোববার রাত ১২টা থেকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়েছে। 

এদিকে রোববার বিকেলে বজ্রপাতে বোদা উপজেলায় প্রদীপ চন্দ্র বর্মন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় ঝলছে গেছে তার চাচাতো ভাই স্বপন চন্দ্র বর্মনের হাত। বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন বোদা থানার ওসি সুজয় কুমার।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, রোববার দুপুর থেকেই জেলায় বৃষ্টি হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় জেলায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেইসঙ্গে রাত ১২টা থেকে বজ্রপাত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।

Provaati
    দৈনিক প্রভাতী