মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নৌকায় বাল্কহেডের ধাক্কা, ২ দিন পর মাঝির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১১ ১১ ০২  

নৌকায়-বাল্কহেডের-ধাক্কা-২-দিন-পর-মাঝির-মরদেহ-উদ্ধার

নৌকায়-বাল্কহেডের-ধাক্কা-২-দিন-পর-মাঝির-মরদেহ-উদ্ধার

সম্পর্কিত খবর মাছ ধরতে বাল্কহেডের নিচে ডুব, মিলল লাশ মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদ পার হওয়ার সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কয়ারিয়া এলাকার আড়িয়াল খাঁ নদের চরআলীমাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. দুলাল ভূঁইয়া। ৬০ বছর বয়সী দুলাল কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামের এচাহাক ভূঁইয়ার ছেলে।

স্বজনরা জানান, রোববার রাতে আড়িয়াল খাঁ নদের ফকির বাড়ির সামনের খেয়াঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে নৌকা ছাড়েন দুলাল। নদের মাঝখানে পৌঁছালে তার নৌকাকে ধাক্কা দেয় বালুবাহী বাল্কহেড এমবি আকলিমা-৭। এতে নৌকাটি ডুবে যায়। পরে যাত্রীরা সাঁতরে তীরে এলেও দুলাল মাঝি তলিয়ে যান।

কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Provaati
    দৈনিক প্রভাতী