মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সাগরে মাছ আহরণ, ফিশিং ট্রলার উদ্ধার

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ২২ ১০ ০১  

নিষেধাজ্ঞা-লঙ্ঘন-করে-সাগরে-মাছ-আহরণ-ফিশিং-ট্রলার-উদ্ধার

নিষেধাজ্ঞা-লঙ্ঘন-করে-সাগরে-মাছ-আহরণ-ফিশিং-ট্রলার-উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সাগরে মাছ আহরণ করে ঘাটে ফেরার পথে মাছ ভর্তি তিনটি ফিশিং ট্রলার উদ্ধার করেছে উপজেলা মৎস্য অধিদফতর। 

সোমবার রাতে উপজেলার বদরখালী ফেরিঘাট এলাকায় পুলিশ কোস্ট গার্ডের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা। 

চকরিয়া উপজেলা মৎস্য অধিদফতরের সহকারী কর্মকর্তা মো শহিদুল ইসলাম বলেন, মাছ ভর্তি তিনটি ফিশিং ট্রলার উদ্ধার ও ১২ জন জেলেকে আটক করা হয়েছে। পরে তিনটি ট্রলারকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ফিশিং ট্রলারগুলোতে রক্ষিত ৬২ ড্রাম বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ ১ লাখ ৩৩ হাজার টাকায় প্রকাশ্যে নিলাম দিয়ে উল্লেখিত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। 

চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাজিন আহমেদ ফারহান বলেন, আটক জেলেরা সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সাগরে মাছ আহরণে যাওয়ার বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেন। ফলে আটক ১২ জেলেকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা সময় শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

Provaati
    দৈনিক প্রভাতী