বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারী ফুটবলারদের জন্য বিদেশি কোচ আনার ইঙ্গিত বাফুফের

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০১  

নারী-ফুটবলারদের-জন্য-বিদেশি-কোচ-আনার-ইঙ্গিত-বাফুফের

নারী-ফুটবলারদের-জন্য-বিদেশি-কোচ-আনার-ইঙ্গিত-বাফুফের

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে অবশেষে সফল বাংলাদেশ নারী ফুটবল দল। গত সোমবার গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা স্বাগতিক নেপালকে হারিয়ে সাফের শিরোপা জয় করেছে। 

সাফ মিশন শেষে এবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের লক্ষ্য এশিয়া জয় করার। সে জন্য দলে বিদেশি কোচ আনার ইঙ্গিত দিলেন তিনি।  

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কাজী সালাউদ্দিন বলেন, সামনে এশিয়ান অঞ্চলের অনেক খেলা আছে। তার জন্য যা টাকা লাগবে, সেটা আমরা ব্যবস্থা করে ফেলব। পরবর্তী পর্যায়ে যেতে হলে ওদের আরো পরিশ্রম করতে হবে। যে অনুশীলন করত তারচেয়ে কমপক্ষে ৬০ শতাংশ বেশি পরিশ্রম করতে হবে। এখন আমাদের লক্ষ্য থাকবে আসিয়ান দেশগুলোকে ধরা। নইলে আমরা পিছিয়ে যাব।

ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, মেয়েদের ফুটবলে এশিয়া জয় করতে প্রয়োজনে আমরা বিদেশ থেকে কোচ নিয়ে আসব। কোচিং প্যানেলে পরিবর্তন আনা হলেও গোলাম রব্বানী ছোটনকে দলের সঙ্গে রাখা হবে।

Provaati
    দৈনিক প্রভাতী