বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে চলছে ‘ভাইয়ারে’

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০১  

দেশের-পাঁচটি-প্রেক্ষাগৃহে-চলছে-ভাইয়ারে

দেশের-পাঁচটি-প্রেক্ষাগৃহে-চলছে-ভাইয়ারে

দেশ ‘হাওয়া’ ও ‘পরাণ’ সিনেমা নিয়ে দর্শকের মাতামাতির মাঝে শুক্রবার (২ আগস্ট) সারাদেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ভাইয়ারে’। সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রকিব।

এতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া। তাকে কয়েকদিন ঢাকার রাস্তায় মাইক ও সিনেমার পোস্টার নিয়ে ভ্যান চালিয়ে অভিনব কায়দায় প্রচারণা করতে দেখা গেছে।

রাসেল মিয়া বলেন, আমি চিন্তা করতে পারিনি যে, আমার সিনেমা দেখতে এত দর্শক হলে আসবেন। আমরা শুক্রবার ঢাকার চিত্রামহল সিনেমা হলে গিয়েছিলাম। আজ-কালের মধ্যেই ঢাকার বাইরে যাবো।

তিনি আরো বলেন, প্রথম অবস্থায় সারাদেশের পাঁচটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। আশা করছি, সামনের সাপ্তাহে তিনগুণ বেশি হলে মুক্তি পাবে।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন এলিনা শাম্মী, শবনম পারভীন, পীরজাদা হারুন, বড়দা মিঠু, সীমান্ত আহমেদ, হেলেনা জাঙ্গীর, জারা প্রমুখ।

‘ভাইয়ারে’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন প্লাবন কোরেশি। গান গেয়েছেন এস আই টুটুল, মনির খান ও সুলতানা ইয়াসমিন লায়লা।

সিনেমাটি ২৪ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এটি প্রযোজনা করেছেন ফখরুল হোসেন। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

Provaati
    দৈনিক প্রভাতী