সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৭ রোগীকে সহায়তা  

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ২৩ ১১ ০২  

দুরারোগ্য-ব্যাধিতে-আক্রান্ত-১৭-রোগীকে-সহায়তা- 

দুরারোগ্য-ব্যাধিতে-আক্রান্ত-১৭-রোগীকে-সহায়তা- 

দুরারোগ্য ব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত সুজানগর উপজেলার ১৭ জন অসহায় রোগীর মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত  হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সমাজসেবা অধিদফতরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার এ সহায়তা প্রদান করা হয়।

সুজানগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে এককালীন এ আর্থিক অনুদানের চেক প্রদান করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। 

আরো পড়ুন >>> বাল্য বিয়ের মুহূর্তে আটক কাজী, জরিমানা অর্ধলাখ 

ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মর্জিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কাজমীর জামান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনসহ  উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সাবেক সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ উপস্থিত ছিলেন। 

সুজানগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ক্যান্সারে আক্রান্ত ১৭ জন রোগীর মাঝে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ ছাড়াও উপজেলার ৩টি বেসরকারি  উন্নয়ন সংস্থার মাঝে ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।  

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর হাসপাতাল সমাজসেবা কার্যক্রম এর মাধ্যমে দুস্থ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে বর্তমানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন জনপ্রতি ৫০ হাজার টাকা হারে বাজেট প্রাপ্তি সাপেক্ষে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়ে থাকে।

Provaati
    দৈনিক প্রভাতী