বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দামুড়হুদা বাজারে অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি 

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১০ ১০ ০২  

দামুড়হুদা-বাজারে-অগ্নিকাণ্ড-২৫-লাখ-টাকার-ক্ষতি 

দামুড়হুদা-বাজারে-অগ্নিকাণ্ড-২৫-লাখ-টাকার-ক্ষতি 

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারের ফারুক সু স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দোকানে থাকা প্রায় ২৫ লাখ টাকার জুতা-স্যান্ডেল পুড়ে গেছে। 

খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও দর্শনা ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে ফারুক সু স্টোরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ওই অগ্নিকাণ্ডের ঘটনার খরব পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন >>> নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ৩ শিক্ষার্থী নিহত

ফারুক সু স্টোরের মালিক ফারুক হোসেন বলেন, এ দুর্ঘটনায় আমার সব শেষ হয়ে গেছে। একেবারে নি:স্ব হয়ে গেলাম। এ দুর্ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও শুক্রবারে বিক্রির প্রায় লাখ টাকার কোনো হদিস মিলছে না। ধারণা করছি আগুন লাগার আগে চুরি হয়েছে।  

Provaati
    দৈনিক প্রভাতী