শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দল হারায় আর্শদীপকে ট্রল, উইকিপিডিয়াকে সরকারের তলব

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০১  

দল-হারায়-আর্শদীপকে-ট্রল-উইকিপিডিয়াকে-সরকারের-তলব

দল-হারায়-আর্শদীপকে-ট্রল-উইকিপিডিয়াকে-সরকারের-তলব

এশিয়া কাপে রোববার রাতে পাকিস্তানের বিপক্ষে হেরে যায় ভারত। হারা ম্যাচে আসিফ আলীর ক্যাচ ধরতে না পারায় অনলাইনে জঘন্যতম ট্রলের শিকার হন ভারতের পেসার আর্শদীপ সিং। 

শুধু তাই নয়, একই সঙ্গে তার উইকিপিডিয়া পেজেও ‘হামলা’ চালানো হয়েছে। এমনতি তাকে বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি আন্দোলনের সঙ্গেও যুক্ত করা হয়েছে ।

ভারতের ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে উইকিপিডিয়া প্রতিনিধিদের তলব করেছে। 

কীভাবে এত দ্রুত তথ্য পরিবর্তন করা যায়, এ ব্যাপারে উইকিপিডিয়া প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা চেয়েছে ভারত সরকার। 

আর্শদীপের পেজে একজন অনিবন্ধিত ব্যবহারকারী এডিট করে ‘ভারত’-এর জায়গায় ‘খালিস্তান’ শব্দ বসিয়ে দেন। 

সেখানে দাবি করা হয়, খালিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন এই পেসার। এমনকি লেখা হয়েছে, খালিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে এই বছর এবং জায়গা পেয়েছেন খালিস্তানের এশিয়া কাপ দলে।

অবশ্য ১৫ মিনিট পরই ভুয়া তথ্যগুলো মুছে ঠিক করা হয়। তবে ততক্ষণে অনেকের কাছেই এই তথ্যগুলো পৌঁছে যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। 

নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা জানান, ‘এটা গুরুতর ইস্যু। প্রতিবেশী দেশগুলোর সার্ভারে এই এডিটগুলো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।  দেশের অভ্যন্তরীণ শান্তি ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এই ঘটনা। উইকিপিডিয়া প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হবে, এত অল্প সময়ের জন্য কীভাবে তথ্য বদল করার অনুমতি দেওয়া হয়?’

Provaati
    দৈনিক প্রভাতী