বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ত্রিদেশীয় সিরিজেই বিশ্বকাপ স্কোয়াড, কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

ত্রিদেশীয়-সিরিজেই-বিশ্বকাপ-স্কোয়াড-কোনো-পরীক্ষা-নিরীক্ষা-নয়

ত্রিদেশীয়-সিরিজেই-বিশ্বকাপ-স্কোয়াড-কোনো-পরীক্ষা-নিরীক্ষা-নয়

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের অন্য দুই দল হচ্ছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

এই সিরিজে বাংলাদেশ দলে কোনো পরীক্ষা-নিরীক্ষা করবে না নির্বাচকরা। বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলকে মাঠে নামানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। যেখানে এবার সর্বোচ্চ ফল পেতে চায় বাংলাদেশ। 

তাতে স্পষ্টতই বুঝা যায় নিউজিল্যান্ড সিরিজে আলাদা  কোনো স্কোয়াড বানাবেন না নির্বাচকরা। বিশ্বকাপের স্কোয়াড নিয়েই যাবেন ত্রিদেশীয় সিরিজ খেলতে।  

নির্বাচক হাবিবুল বাশার সুমন শনিবার মিরপুরে জানালেন, এশিয়া কাপের পারফরম্যান্স বিবেচনায় এনে এবং আগের অভিজ্ঞতা, পারফরম্যান্স মূল্যায়ন করে ১৫ সেপ্টেম্বরের আগেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে। 

হাবিবুল বাশার বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষার টুর্নামেন্ট হবে না। যেহেতু বিশ্বকাপের কাছাকাছি সময়ে, তাই বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলটাই সেখানে খেলবে। অবশ্যই এশিয়া কাপটা বিশ্বকাপের একটা প্রস্তুতি ছিল। তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজই শেষ টুর্নামেন্ট। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো বিষয় নেই। বিশ্বকাপে যারা খেলতে যাবে সেখানে তাদেরকেই দলে রাখা হবে।’

ত্রিদেশীয় সিরিজে ডাবল লিগ পদ্ধতিতে ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকলে খেলার সুযোগ থাকবে ফাইনালেও। 

এছাড়া বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার আগে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। সব মিলিয়ে সাত ম্যাচ খেলে অস্ট্রেলিয়াতে নামার সুযোগ পেতে পারে বাংলাদেশ।

রোববার ঢাকায় পা রাখবেন বাংলাদেশের টি-২০র টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। তার ঢাকায় আসার পর তিনদিনের ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে দল চূড়ান্ত হলে ঘোষণা করা হবে বলে জানালেন হাবিবুল বাশার। 

Provaati
    দৈনিক প্রভাতী