বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘তোমার চলে যাওয়াটাকে ২৬ বছর ধরে আমাকে কষ্ট দেয়’

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০২  

তোমার-চলে-যাওয়াটাকে-২৬-বছর-ধরে-আমাকে-কষ্ট-দেয়

তোমার-চলে-যাওয়াটাকে-২৬-বছর-ধরে-আমাকে-কষ্ট-দেয়

ঢালিউড সুপারস্টার সালমান শাহ আজও অমর হয়ে আছেন। তার মৃত্যুর ২৬ বছর পার হলেও এখনো তিনি জনপ্রিয়। যাকে বাংলা সিনেমার ফ্যাশন আইকন হিসেবে খেতাব দেয়া হয়। মাত্র ২৭টি সিনেমা করে দর্শক-ভক্তের হৃদয়ে স্থান করে নেন। 

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আজকের এই দিনে না ফেরার দেশে চলে যান। নিজগৃহ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার এমন মৃতুতে চলচ্চিত্রাঙ্গণে মহা শূন্যতা তৈরি হয় এবং ভক্তদের মাঝে শুরু হয় হাহাকার।

এই ফ্যাশন আইকনের হঠাৎ চলে যাওয়াকে বন্ধু-শুভাকাঙ্খী এবং সহকর্মীরা ভুলতে পারেননি। তাকে স্মরণ করে ওই সময়ে তারই সমসাময়িক আরেক জনপ্রিয় নায়ক ওমর সানি নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমার সহযোদ্ধা, তোমার চলে যাওয়াটাকে ২৬ বছর ধরে আমাকে কষ্ট দেয়। একদিন আমারও চলে আসতে হবে তোমার কাছে।’   

ওমর সানি ফেসবুকে সালমান শাহর জন্য আল্লাহর কাছে জান্নাত চেয়ে দোয়া করে লিখেন, ‘সালমান শাহ (ইমন) আল্লাহ জান্নাত নসিব করুন’।

Provaati
    দৈনিক প্রভাতী