বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘তৃতীয় স্বামীকে’ ফের বিয়ে করতে চাওয়াই কাল হলো হীরার

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০২  

তৃতীয়-স্বামীকে-ফের-বিয়ে-করতে-চাওয়াই-কাল-হলো-হীরার

তৃতীয়-স্বামীকে-ফের-বিয়ে-করতে-চাওয়াই-কাল-হলো-হীরার

সম্পর্কিত খবর কলা বাগানে মিলল তরুণীর রক্তাক্ত লাশ কিছুদিন আগে সালিশে সংসার ভেঙে যায় হীরা-ইসমাইলের। সালিশে ইসমাইলকে মারধরও করা হয়। তৃতীয় স্বামী হলেও ইসমাইলকে ফের বিয়ে করতে চান হীরা। তার কথামতো হীরাকে নিয়ে যাচ্ছিলেন বিয়ে করতে। কিন্তু পথেই শুরু হয় তাদের ঝগড়া। শেষে সঙ্গে থাকা ছুরি দিয়ে হীরার প্রাণ নেন ইসমাইল।

ঘটনাটি যশোরের মণিরামপুরের। বুধবার রাত ৮টার দিকে মনিরামপুর-নওয়াপাড়া সড়কের জয়নগর কশাইখানা সংলগ্ন শফিয়ার রহমান শফির কলাবাগান থেকে হীরার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইসমাইলকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

৩০ বছর বয়সী হীরা নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের আক্তার মোল্লার মেয়ে। আটক ইসমাইল গাজীর বাড়ি মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, হীরার তৃতীয় স্বামী হলেন ইসমাইল। পারিবারিক কলহের জের ধরে কিছুদিন আগে তাদের নিয়ে এলাকায় সালিশ হয়। সেখানে ইসমাইলকে মারধর করেন সালিশদাররা। পরে তাদের বিচ্ছেদ হয়। তবে ঘটনার পর ফের ইসমাইলকে বিয়ে করতে চান হীরা। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় হীরাকে বিয়ে করতে মোটরসাইকেলে নড়াইলে নিয়ে যাচ্ছিলেন ইসমাইল। পথে তাদের আবারো ঝগড়া হয়। পরে সঙ্গে থাকা ছুরি দিয়ে হীরাকে হত্যা করেন সাবেক এ স্বামী।

র‌্যাব কর্মকর্তা নাজিউর রহমান আরো বলেন, হীরার লাশ উদ্ধারের পর তদন্ত শুরু করে র‌্যাব। তার মুঠোফোন নম্বরের কললিস্টের সূত্র ধরে ইসমাইলকে আটক করা হয়। আটকের পর হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ইসমাইলকে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়।

Provaati
    দৈনিক প্রভাতী