শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তৃতীয় সপ্তাহেও হল বাড়লো ‘হাওয়া’র

প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ২০ ০৮ ০২  

তৃতীয়-সপ্তাহেও-হল-বাড়লো-হাওয়ার

তৃতীয়-সপ্তাহেও-হল-বাড়লো-হাওয়ার

মুক্তির দুই সপ্তাহ ধরে দেশজুড়ে বিপুল সাড়া পাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। শুক্রবার (১২ আগস্ট) থেকে তৃতীয় সপ্তাহে প্রদর্শিত হবে সিনেমাটি।

দিনে দিনে হল সংখ্যা বেড়েই চলছে এই সিনেমার। এরইমধ্যে তৃতীয় সপ্তাহের হল তালিকাও প্রকাশ করেছে সিনেমাটির সংশ্লিষ্টরা। সেখান থেকেই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  

‘হাওয়া’র হল লিস্ট

তালিকা থেকে জানা গেছে, শুক্রবার থেকে দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে চলবে ‘হাওয়া’।  

গত ২৯ জুলাই ২৪টি সিনেমা হলে মুক্তি পায় ‘হাওয়া’। এরপর দর্শকের আগ্রহের সুবাদে দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা বেড়ে ৪১টিতে পৌঁছায়। এবার সেটা অর্ধশতক ছুঁইছুঁই।

সমুদ্রের পানির সঙ্গে মিশে যাওয়া জেলেদের গল্পে নির্মাণ হয়েছে ‘হাওয়া’। নির্মাণের পাশাপাশি কাহিনি এবং সংলাপ লিখেছেন মেজবাউর রহমান সুমন।  

সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।  

চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

Provaati
    দৈনিক প্রভাতী