বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রেনে উঠে যাত্রীর সর্বনাশ করাই তাদের নেশা

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

ট্রেনে-উঠে-যাত্রীর-সর্বনাশ-করাই-তাদের-নেশা

ট্রেনে-উঠে-যাত্রীর-সর্বনাশ-করাই-তাদের-নেশা

সম্পর্কিত খবর আড়াইহাজারে ছিনতাইকারী কেড়ে নিল সবজি ব্যবসায়ীর প্রাণ দেখতে যমজ বোনের মতো। পোশাকেও রয়েছে মিল। একই এলাকায় বাড়ি। একসঙ্গেই চলাফেরা দুজনের। যাত্রীবেশে ট্রেনে উঠে চুরি কিংবা ছিনতাই করাই তাদের নেশা। এবার স্বর্ণের চেইন ছিনতাই করতে গিয়ে ধরা খেলেন তারা।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

আটকরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ওসাইল্লা গ্রামের মো. রহিম মিয়ার স্ত্রী সাফিয়া আক্তার ও একই গ্রামের আদিস মিয়ার স্ত্রী নাছিমা আক্তার।

ভুক্তভোগী বিমল চন্দ্র চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বোন-ভাগনিসহ বেশ কয়েকজনকে নোয়াখালী অভিমুখী আন্তঃনগর উপকূল ট্রেনে তুলে দিতে চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকেন ওই দুই নারী। একপর্যায়ে তার বোনের স্বর্ণের চেইন নিয়ে পালানোর চেষ্টা করেন তারা। পরে চিৎকার শুনে দুই নারীকে ধরে পুলিশে খবর দেন আশপাশের যাত্রীরা।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলিম শিকদার বলেন, আটকরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী