সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টি-২০ বিশ্বকাপের খুঁটিনাটি

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

টি-২০-বিশ্বকাপের-খুঁটিনাটি

টি-২০-বিশ্বকাপের-খুঁটিনাটি

এখন পর্যন্ত অনুষ্ঠিত সাতটি টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে। শ্রীলংকার সাবেক এ অধিনায়ক ৩১ ম্যাচে ১০১৬ রান করেছেন।

ব্যাট হাতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের মালিক নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ২০১২ সালে ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে ১২৩ রান করেছিলেন তিনি। ৫৮ বল খেলে ১১টি চার ও ৭টি ছক্কা মেরেছিলেন ইংল্যান্ড টেস্ট দলের বর্তমান প্রধান কোচ ম্যাককালাম।

সর্বোচ্চ ব্যাটিং গড় ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। ২১ ম্যাচের ১৯ ইনিংসে কোহলির গড় ৭৬ দশমিক ৮১।

সর্বোচ্চ স্ট্রাইক রেট ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামির। ২৫ ম্যাচের ১৮ ইনিংসে ১৩১ বল খেলে ২১৫ রান করেছেন স্যামি।

সবচেয়ে বেশি সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ২টি সেঞ্চুরি করেছেন তিনি।

সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরি ভারতের কোহলির। ১০টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।

দ্রুততম সেঞ্চুরি গেইলের। ৪৮ বলে ২০১৬ সালে ইংল্যান্ডে বিপক্ষে করেছিলেন তিনি।

দ্রুততম হাফ-সেঞ্চুরি ভারতের যুবরাজ সিংয়ের। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে অর্ধশতক হাকান যুবরাজ।

সবচেয়ে বেশি ডাক পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির। ৩২ ম্যাচে পাঁচটি।

সবচেয়ে বেশি ছক্কা গেইলের ৬১টি।

ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা গেইলের। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে ১১টি ছক্কা মারেন তিনি।

সবচেয়ে বেশি চার জয়াবর্ধনের। ১১১টি।

ইনিংসে সবচেয়ে বেশি চার দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসের। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসে ১৪টি চার মারেন তিনি।

Provaati
    দৈনিক প্রভাতী