সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান, উইকেট ও অর্ধশতক এখন সাকিবের দখলে

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৪ ০২ ০২  

টি-টোয়েন্টিতে-সর্বোচ্চ-রান-উইকেট-ও-অর্ধশতক-এখন-সাকিবের-দখলে

টি-টোয়েন্টিতে-সর্বোচ্চ-রান-উইকেট-ও-অর্ধশতক-এখন-সাকিবের-দখলে

‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-২০ সিরিজে হ্যাটট্রিক হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে দুইবার ও পাকিস্তানের কাছে একবার হেরেছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার ম্যাচে বুধবার নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। 

এবার নিয়মরক্ষার ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। সেই ম্যাচেও জয়ের জন্যই খেলবেন সাকিব আল হাসানরা।

বুধবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের সর্বশেষ তিন ম্যাচেই আমরা কয়েক ওভার পর পর উইকেট হারিয়েছি। ফলে কোনো মোমেন্টাম পায়নি। ইনিংস মেরামত করতে বাধ্য হয়েছে আমাদের ব্যাটাররা। কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে।’

হারের দিনে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলার পথে এই অধিনায়ক গড়েছেন অনন্য এক রেকর্ড। দেশের হয়ে তিনি টপকে গিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের সর্বোচ্চ রানকে। এর আগে বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাবেক অধিনায়ক রিয়াদ। 

তবে ক্রাইস্টচার্চে আজ রিয়াদকে পেছনে ফেলে ছোট ফরম্যাটের এই ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

৭০ রান করার ফলে টি-টোয়েন্টিতে এই মুহুর্তে দেশের হয়ে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, এবং সর্বোচ্চ অর্ধশতকের একক মালিক এখন সাকিব। বলা যায় টি-টোয়েন্টি বাংলাদেশের প্রায় সব রেকর্ডই এখন সাকিবের।

পরিসংখ্যানে দেখা যায় দেশের হয়ে টি-টোয়েন্টিতে সাকিব মোট ম্যাচ খেলেছেন ১০৩টি, রান করেছেন ২১৩১, বল খেলেছেন ১৭৫৩টি। স্ট্রাইকরেট ১২১.৫৬ এবং ব্যাটিং গড় ২৩.৪২। 

ব্যাটিংয়ের পাশাপাশি সাকিব উইকেট নিয়েছেন ১২২টি, ইকোনমি ৬.৭১ করে। দলের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টিতে ১১টি অর্ধ-শতকও এই অলরাউন্ডারের দখলে।

Provaati
    দৈনিক প্রভাতী