সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টস হেরে ফিল্ডিংয়ে নেদারল্যান্ডস

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ১৪ ০২ ০২  

টস-হেরে-ফিল্ডিংয়ে-নেদারল্যান্ডস

টস-হেরে-ফিল্ডিংয়ে-নেদারল্যান্ডস

মাঠে গড়ালো টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর। প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে আগে ফিল্ডিং নিয়ে হেরেছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলংকা। তাই এবার নেদারল্যান্ডসকে ফিল্ডিংয়ে পাঠালো সংযুক্ত আরব আমিরাত।

রোববার গিলংয়ের কারদিনিয়া পার্কে দ্বিতীয় ম্যাচে মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিলো আরব আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান। তিনি বলেন, ‘তাড়া করাটা কিছুটা কঠিন মনে হচ্ছে।’

তবে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানালেন, টস জিতলে বোলিংই নিতেন। বললেন, ‘নিখুঁত! আমিও বোলিংই করতাম।’

দুই দলই ছোট, যে কারণে প্রত্যাশাও খুব বেশি বড় নেই তাদের কাছে কারো। তবে শক্তির বিচারে যেহেতু দুই দলই প্রায় সমান, সে কারণে নেদারল্যান্ডস এবং আরব আমিরাতের ম্যাচটি ঘিরে এই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা।

সংযুক্ত আরব আমিরাত একাদশ:
মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, বৃত্ত অরবিন্দ, সিপি রিজওয়ান, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, অয়ন খান, কাশিফ দাউদ, কার্তিক মিয়াপ্পান, জুনায়েদ সিদ্দিক, জহুর খান

নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও'ডাউড, বিক্রম সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, টিম প্রিংগেল, লোগান ভ্যান বিক, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকেরেন।

Provaati
    দৈনিক প্রভাতী