বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টপ অর্ডার ব্যাটিংয়ের সঙ্গে পেস বোলিংই হবে অস্ট্রেলিয়ার মূল শক্তি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০২  

টপ-অর্ডার-ব্যাটিংয়ের-সঙ্গে-পেস-বোলিংই-হবে-অস্ট্রেলিয়ার-মূল-শক্তি

টপ-অর্ডার-ব্যাটিংয়ের-সঙ্গে-পেস-বোলিংই-হবে-অস্ট্রেলিয়ার-মূল-শক্তি

সবশেষ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার এক বছরেরও কম সময়ের মাথায় অস্ট্রেলিয়ায় বসবে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অষ্টম আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে।

মোট ১৬টি দল এবারের বিশ্বকাপে অংশ নেবে। এর মাঝে প্রথম পর্বে ৮ দল খেলবে সুপার টুয়েলভে ওঠার জন্য। ১৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে ২৯ দিনব্যাপী ৪৫ ম্যাচের এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

এরই মধ্যে প্রায় সব দেশ বিশ্বকাপ উপলক্ষ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। কোন দলের স্কোয়াডে কারা আছেন, কেমন তাদের শক্তিমত্তা সেসব নিয়েই দৈনিক প্রভাতীের পাঠকদের জন্য আমাদের এই আয়োজন।

আজ দ্বিতীয় পর্বে দেখে নিন স্বাগতিক অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ও বিভিন্ন তথ্য।

এবারের আসরে গ্রুপ ওয়ানে পড়েছে অস্ট্রেলিয়া। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও বাছাইপর্ব থেকে উঠে আসা দুই দলকে। সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে প্রতিবেশী রাষ্ট্র নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে অজিরা।

অজিদের ব্যাটিংয়ে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নারনিজেদের মাটিতে বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার প্রস্তুতি শুরু হয়েছিল আগেভাগেই। আর তাই যেন সবার আগে টি-২০ বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

পহেলা সেপ্টেম্বর নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করে সিএ। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের প্রায় বেশিরভাগ সদস্যই এবারের দলে জায়গা ধরে রেখেছেন।

গত বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধু স্পিনার মিচেল সোয়েপসন। তার জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন সিঙ্গাপুরে জন্ম নেয়া বিস্ফোরক ব্যাটার টিম ডেভিড। তার জন্ম ১৯৯৬ সালে সিঙ্গাপুরে। দেশটির হয়ে ১৪টি টি-২০ ম্যাচও খেলেন তিনি। তবে এখন থেকে খেলবেন অস্ট্রেলিয়ার হয়ে।

নিজের দিনে গ্লেন ম্যাক্সওয়েল যেকোনো দলের জন্যই হুমকিঅস্ট্রেলিয়াকে সবশেষ আসরের মতো এবারও নেতৃত্ব দেবেন কিছুদিন আগে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়া অ্যারন ফিঞ্চ। তিনি ছাড়াও দলে ব্যাটার হিসেবে আছেন ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড ও স্টিভ স্মিথ। এর মাঝে টপ অর্ডারে ফিঞ্চ, ওয়ার্নার ও স্মিথের খেলার সম্ভাবনা বেশি।

উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ম্যাথু ওয়েড ও জশ ইংলিস থাকলেও একাদশে ওয়েডের থাকা প্রায় নিশ্চিত। মূলত ব্যাকআপ কিপার হিসেবে ইংলিসকে রাখা হয়েছে। এবারের অস্ট্রেলিয়া দলে অলরাউন্ডার হিসেবে খেলবেন মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস। তারা প্রত্যেকেই নিজেদের দিনে ম্যাচ ঘুরিয়ে দিতে যথেষ্ট।

স্পিন বোলার হিসেবে অ্যাস্টন অ্যাগার ও অ্যাডাম জ্যাম্পা খেলবেন। মূল একাদশে দুজনের একজনের থাকার সম্ভাবনাই বেশি। অজিদের পেস বোলিংয়ে অজিদের হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, কেন রিচার্ডসন ও মিচেল স্টার্ক।

অজিদের ভয়ংকর পেস ইউনিট সামলাতে বেগ পেতে হবে যেকোনো দলকেবলা যায় মোটামুটি শক্তিশালী স্কোয়াড নিয়েই বিশ্বকাপ খেলতে নামবে অস্ট্রেলিয়া। যেখানে শক্তিশালী পেস ইউনিট থাকবে নেতৃত্বে। স্পিন বোলিং বিশ্বমানের না হলেও মানসম্পন্ন অলরাউন্ডার সেটার ব্যাক আপ দিতে যথেষ্ট। আর ব্যাটিং লাইন আপ যদি বিধ্বংসী রূপ নিতে পারে তাহলে যেকোনো দলের জন্যই হুমকি হতে পারে।

অস্ট্রেলিয়া দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা, জশ ইংলিস।

অস্ট্রেলিয়ার ম্যাচ সূচি: (তারিখ, প্রতিপক্ষ, ভেন্যু)
২২ অক্টোবর: নিউজিল্যান্ড, সিডনি
২৫ অক্টোবর: এ গ্রুপ বিজয়ী, পার্থ
২৮ অক্টোবর:  ইংল্যান্ড, মেলবোর্ন
৩১ অক্টোবর: বি গ্রুপ রানার আপ, ব্রিসবেন
৪ নভেম্বর: আফগানিস্তান, অ্যাডিলেড।

Provaati
    দৈনিক প্রভাতী