রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জুতা চুরি করে শরীরী সুখ!

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯ ০২ ০২ ০৪  

জুতা-চুরি-করে-শরীরী-সুখ

জুতা-চুরি-করে-শরীরী-সুখ

ব্যক্তিটির নাম মাকোতো এনদো। ৪০ বছরের এই ব্যক্তি পূর্ব জাপানের বাসিন্দা। মাকাতো তোগিচি ও সাইতামা শহর থেকে বিপুল পরিমাণ জুতা চুরি করেছেন। তবে বিক্রির উদ্দেশে নয়, তার উদ্দেশ্যে একেবারেই ভিন্ন। মাকাতোর জুতা চুরির মূল উদ্দেশ্যই গন্ধ শুঁকে শরীরী সুখ। তবে জুতা শুঁকার সময় স্ত্রী-পুরুষ ভেদাভেদ রাখতেন না মাকাতো। যে কোনো লিঙ্গের জুতার দুর্গন্ধই তাকে সমান তৃপ্তি দেয় বলে জানান তিনি।  জানা গেছে, মাকাতো ২০১৭ সালের জুন থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত ৭০ জোড়া জুতো চুরি করেছেন। জুতার গন্ধ শোঁকার জন্যই যে এই চুরি, তা মাকাতো নিজেই পুলিশকে জানিয়েছেন। তার বাড়িতে হানা দিয়ে এই জুতাগুলি উদ্ধার করে পুলিশ।   মনোবিদরা মাকাতোর এই বিষয়কে বস্তুকামিতা বলে উল্লেখ করেছেন। তারা বলেন, মাকাতো বস্তুকামিতার শিকার। তিনি আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন। ডেইলি বাংলাদেশ/জেডআর  
Provaati
    দৈনিক প্রভাতী