বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাহানারা-পিংকীর বদলে দুবাই যাচ্ছেন তৃষ্ণা-সোহেলি 

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০১  

জাহানারা-পিংকীর-বদলে-দুবাই-যাচ্ছেন-তৃষ্ণা-সোহেলি 

জাহানারা-পিংকীর-বদলে-দুবাই-যাচ্ছেন-তৃষ্ণা-সোহেলি 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম দিনের প্রথম ম্যাচের আগেই চোটে পড়ে ছিটকে গেছেন বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম ও ফারজানা হক পিংকি। দল থেকে তাদের বাদ পড়ায় জাহানারার জায়গায় ডাক পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। আর ব্যাটার ফারজানা হক পিংকির স্থলাভিষিক্ত হয়েছেন সোহেলি আক্তার। 

আজ শনিবার তাদের বদলি খেলোয়াড় হিসেবে বিকেল সাড়ে পাঁচটার ফ্লাইটে দুবাই যাচ্ছেন ফারিহা ইসলাম তৃষ্ণা এবং সোহেলি আক্তার।

নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘যেহেতু ২ দিন পরই ম্যাচ, সে কারণে আজ বিকেলের ফ্লাইটেই যাচ্ছে তারা। দুবাই পৌঁছেই তারা দলের সাথে যোগ দেবেন।’

গতকাল অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন পেসার জাহানারা। এরইমধ্যে চোটাক্রান্ত আঙুলে দুটো সেলাইও লেগেছে তার। সেরে উঠতে কমপক্ষে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে, যে কারণে বিশ্বকাপ বাছাইপর্বে আর খেলা হচ্ছে না এই টাইগ্রেস অলরাউন্ডারকে। আর করোনা পজেটিভ হওয়ায় বাদ পড়েন পিংকী। 

১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। প্রথম ম্যাচে দুবাইয়ে আজ শনিবার রাত ৯টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Provaati
    দৈনিক প্রভাতী