বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জানা গেল ষষ্ঠ দলের নাম-মেট্রো এক্সপ্রেস

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

জানা-গেল-ষষ্ঠ-দলের-নাম-মেট্রো-এক্সপ্রেস

জানা-গেল-ষষ্ঠ-দলের-নাম-মেট্রো-এক্সপ্রেস

এক সময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা বাংলাদেশের হকি যেন দিন দিন হারিয়ে যেতেই বসেছিল। সেই জনপ্রিয়তা ফেরাতে এবার ফ্রাঞ্চাইজি ভিত্তিক হকি লিগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। 

এবারের লিগে মোট ৬ দল অংশগ্রহণ করবে। তবে ৫ দলের নাম আগে জানা গেলেও ১ টি দলের নাম জানানো হয়নি সেদিন। মোনার্ক মার্কসহ ৫ প্রতিষ্ঠান নিশ্চিত ছিল আগেই। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকির ষষ্ঠ দল কিনবে কোন প্রতিষ্ঠান তা ছিল অজানা।

অবশেষে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির তিন দিন পর ষষ্ঠ দলের নাম ঘোষণা করলো বাংলাদেশ হকি ফেডারেশন। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি হকির ষষ্ঠ দল কিনবে মেট্রো এক্সপ্রেস।

এর আগে লিগ রাঙাতে প্রথমবারের মতো হতে যাওয়া এবারের এই টুর্নামেন্টে দল কিনছেন সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক মার্ট। সেখানে উপস্থিত থেকে নিজের কোম্পানির নাম প্রকাশ করেন সাকিব।

দেশের ৮ বিভাগের মধ্যে ৬টি অংশ নেবে প্রথমবার অনুষ্ঠিত এই এই ফ্র্যাঞ্চাইজি হকিতে। দলগুলো মোনার্ক মার্ক, একমি, ওয়ালটন, সাইফ পাওয়ারটেক, রুপায়ন ও মেট্রো এক্সপ্রেস-এই প্রতিষ্ঠানগুলো বিভাগীয় দল গঠন করবে। যদিও কোন প্রতিষ্ঠান কোন বিভাগ নেবে সেটা এখনো ঠিক হয়নি। 

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানালেন, 'এগুলো এখনো ঠিক হয়নি। এখন আমরা একটা কমিটি গঠণ করবো। ওই কমিটি সভা করে টুর্নামেন্টের যাবতীয়সব ঠিক করবে। যদি একাধিক ফ্র্যাঞ্চাইজি একটি বিভাগ নিতে চায় তখন আমরা লটারির মাধ্যমে সেটা নির্ধারণ করবো।'

অক্টোবরের তৃতীয় সপ্তাহে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই লিগ মাঠে গড়ানোর কথা রয়েছে। যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি। এ লিগে মোট ম্যাচ হবে ৩৪ টি। প্রতি দলে ১৮ জন খেলোয়াড় থাকবেন। ৬ দলে ৬ জন আইকন খেলোয়াড় খেলবেন। 

২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ ফুটবল। তার সপ্তাহ খানেক আগেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করার পরিকল্পনা হকি ফেডারেশনের। 

Provaati
    দৈনিক প্রভাতী