শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাদেজার পরিবর্তে ভারত দলে প্যাটেল

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ১২ ১২ ০২  

জাদেজার-পরিবর্তে-ভারত-দলে-প্যাটেল

জাদেজার-পরিবর্তে-ভারত-দলে-প্যাটেল

ডান হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে টুর্নামেন্টের ঘোষিত দলে স্ট্যান্ড বাই হিসেবে থাকা স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।

হাঁটুর এই একই ইনজুরির কারণে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্বকাপ সুপার লিগে খেলতে পারেননি জাদেজা। এবারের ইনজুরির অবস্থা সর্ম্পকে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবির বলেন, জাদেজার ডান হাঁটুতে একটা অপারেশন করতে হবে। আর তাই বেশ কিছুদিন তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

তিনি আরো বলেন, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে তার খেলা নিয়ে এখনই কোন সিদ্ধান্ত নিতে চাই না। আমাদের হাতে সময় আছে।  

আশা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন জাদেজা।

এশিয়া কাপে সুপার ফোরের আগে জাদেজাকে হারানো বড় ধাক্কা ভারতের। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে ২৯ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে উইকেটশূন্য থাকলেও, হংকংয়ের বিপক্ষে পরের ম্যাচে চার ওভারে ১৫ রান দিয়ে এক উইকেট নেন জাদেজা।

জাদেজার পরিবর্তে আসা প্যাটেল গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ খেলেন। দেশের হয়ে ২৫টি টি-২০তে ২১ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে ১৪৭ রান করেন প্যাটেল।

Provaati
    দৈনিক প্রভাতী