বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় ফুটবল দলে ডাক পেলেন জবির প্রীতম

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০১  

জাতীয়-ফুটবল-দলে-ডাক-পেলেন-জবির-প্রীতম

জাতীয়-ফুটবল-দলে-ডাক-পেলেন-জবির-প্রীতম

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের ২৩ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাহফুজুর রহমান প্রীতম। 

মাহফুজুর রহমান প্রীতম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ বর্ষের ছাত্র। 

বর্তমানে ক্লাব ফুটবলে আবাহনীর গোলবার প্রহরী এই শিক্ষার্থী এর আগেও ২০১৮ সালেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। বয়সভিত্তিক দলেও নিয়মিত খেলেছেন জাতীয় দলের হয়ে।

মাহফুজুর রহমান প্রীতম বলেন, ‘মাঝখানে একটা দীর্ঘ সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে। লাল সবুজের জার্সি গায়ে দেশের জন্য খেলতে পারাটা অবশ্যই সবসময়ের জন্যই আনন্দের। আমি এর আগেও অনুর্ধ্ব-১৮ মূল একাদশে ছিলাম। বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেছি।’ 

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে দল ভালো করবে বলে প্রীতম প্রত্যাশা ব্যাক্ত করেন। 

প্রীতম বলেন, ‘সামনে অনুষ্ঠিত নেপাল এবং কম্বোডিয়া বিপক্ষে দুটি ম্যাচেই আমাদের টিম জয়ী হবে আশা রাখি।’

Provaati
    দৈনিক প্রভাতী