মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ছাত্রদল প্রেস রিলিজ নির্ভর সংগঠনে পরিণত হয়েছে’  

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

ছাত্রদল-প্রেস-রিলিজ-নির্ভর-সংগঠনে-পরিণত-হয়েছে- 

ছাত্রদল-প্রেস-রিলিজ-নির্ভর-সংগঠনে-পরিণত-হয়েছে- 

ছাত্রদল প্রেস রিলিজ নির্ভর সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলার তজুমদ্দিন উপজেলার ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন সবুজ।

রোববার দুপুরে তজুমদ্দিন প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলার দায় ছাত্রলীগের ওপর চাপিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের দেওয়া প্রেস রিলিজের তীব্র প্রতিবাদও জানানো হয়।

লিখিত বক্তব্যে সভাপতি সাইফুদ্দিন সবুজ দাবি করেন, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলী ফরাজী বাড়ির খোরশেদ কাজীর সঙ্গে তার চাচাতো ভাই আবদুর রবের একটি সুপারি বাগানের মালিকানা নিয়ে বিরোধ চলছিল। গত ৭ অক্টোবর সকালে খোরশেদ কাজী গংরা বাগানে সুপারি পাড়তে গেলে এ সময় একই বাড়ির আবদুর রব ও তার স্বজনরা বাধা দেয়। এ  ঘটনায় উভয় পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে খোরশেদ কাজীর ছেলে ও ছাত্রদলের কর্মী কাজী হুমায়ুন আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে এবং প্রতিপক্ষের আরেক ছাত্রদল কর্মী হোসেন লালমোহন হাসপাতালে চিকিৎসা নেয়। এ ঘটনায় দুইপক্ষের অন্তত ৮ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়। পরে ঐ দিনই ছাত্রদলের কর্মী কাজী হুমায়ুনের বড় ভাই তজুমদ্দিন থানায় একটি মামলা করেন। এরপর ঐ মামলায় পুলিশ  প্রতিপক্ষের ছাত্রদল কর্মী হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।  

অন্যদিকে, গত ৭ অক্টোবর (শুক্রবার) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত ‘ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ’ শিরোনামে একটি প্রেস রিলিজ বিভিন্ন অনলাইন ও ফেসবুকে আপলোড করে। এর প্রেক্ষিতেই মূলত রোববার সকালে তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করে।

Provaati
    দৈনিক প্রভাতী