সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চোটের কারণে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের মিচেল

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

চোটের-কারণে-ছিটকে-গেলেন-নিউজিল্যান্ডের-মিচেল

চোটের-কারণে-ছিটকে-গেলেন-নিউজিল্যান্ডের-মিচেল

চোটের কারণে চলমান বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেল। শংকা আছে বিশ্বকাপে তার খেলা নিয়েও।

শুক্রবার লিংকনে দলের সঙ্গে অনুশীলনের সময় হাতে আঘাত লেগেছে তার। নেটে ব্যাট করার সময় ডানহাতের কনিষ্ঠায় চোট পান কিউই এই অলরাউন্ডার। এক্স-রে শেষে তাতে চিড় ধরা পড়েছে।

ব্ল্যাক ক্যাপস ফিজিও থিও কাপোকোলাকিস নিশ্চিত করেছেন, অন্তত দুই সপ্তাহ সময় লাগবে মিচেলের সুস্থ হতে।

কোচ গ্যারি স্টিড জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে মিচেলকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণে কিছু সময় লাগবে। আগামী ১৫ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে দল।

স্টিড বলেন, ‘দলের ক্রিকেটে উত্তেজনাকর মুহূর্তে এই ইনজুরিতে পড়া ড্যারিলের জন্য সত্যিই দুঃখজনক। আমাদের টি-টোয়েন্টি দলে ড্যারিল গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হবে দুই সপ্তাহ পর।  তার সেরে ওঠার বিষয়টি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।’

ত্রিদেশীয় সিরিজে শনিবার হ্যাগলি ওভালে পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। মিচেলের স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা এখনও ঘোষণা করেনি এনজেডসি।  

Provaati
    দৈনিক প্রভাতী