মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চুলের যত্নে মুলতানি মাটি যেভাবে ব্যবহার করবেন

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ০৯ ০৯ ০২  

চুলের-যত্নে-মুলতানি-মাটি-যেভাবে-ব্যবহার-করবেন

চুলের-যত্নে-মুলতানি-মাটি-যেভাবে-ব্যবহার-করবেন

দূষণের কারণে প্রায় সবােই চুল নিয়ে নানা ধরনের সমস্যায় পড়েন। বেশি তেল-মশলার খাবার গ্রহণ এবং পানিতে অতিরিক্ত আয়রন থাকার কারণেও অকালেই চুলের ডগা ফাটা ও চুল পড়ে যাওয়া শুরু হয়ে যায়।

চুল ঠিক মতো বৃদ্ধি না হওয়ার সমস্যায়ও ভোগেন কেউ কেউ। মুলতানি মাটি ব্যবহার এসব সমস্যার সমাধান দিতে পারে।

>>অতিরিক্ত চুল পড়া কমাতে টকদই ও মুলতানি মাটির সঙ্গে গোলমরিচ গুঁড়া মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার মাথার ত্বকে মিশ্রণটি লাগিয়ে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

>>চুলের ডগা ফেটে থাকলে চুল বেশি বাড়ে না। চুলের ডগা ফাটার সমস্যাও কমাবে মুলতানি মাটি। টকদই ও মুলতানি মাটির মিশ্রণ চুলে ভালো করে মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।

>>চুলের বৃদ্ধির জন্য অ্যালোভেরা জেল, লেবুর রস ও মুলতানি মাটি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা শ্যাম্পু করে নিতে হবে। 

>>রুক্ষ চুলের সমস্যা থেকে বাঁচতে মুলতানি মাটি, মধু ও পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে পুরো চুলে লাগান। আধ ঘণ্টা রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

>>খুশকির সমস্যা কমাতে মুলতানি মাটি ব্যবহার করলে কমবে খুশকি। ১ টেবিল চামচ মেথি গুঁড়া ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখুন। তার পরে সেই মেথি বেটে নিয়ে তাতে ৫ টেবিল চামচ মুলতানি মাটি ও সামান্য লেবুর রস মেশান। মাথার ত্বকে এই মিশ্রণটি আধঘণ্টা রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।

Provaati
    দৈনিক প্রভাতী