সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চুলের ভালো-মন্দে তেল

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০১  

চুলের-ভালো-মন্দে-তেল

চুলের-ভালো-মন্দে-তেল

আধুনিক জীবন যাপনে চুলে তেলের ব্যবহার কী কমেছে? না। তেল ছাড়া চুলের যত্ন কল্পনাও করা যায় না। চুলের যত্নে তেল কীভাবে ব্যবহার করবেন জেনে নিন।

>> সপ্তাহে যেকোন দুই দিন গোসলের আগে ৩০ মিনিট মাথায় তেল লাগিয়ে রাখুন। এ সময় একটু মালিশ করুন। রক্তসঞ্চালন বৃদ্ধি পাবে। 

>>তেল দেওয়া চুল নরম থাকে- এই অবস্থায় মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে লাভ পাবেন। চুল পড়বে না।

>> চুলে তেল লাগানোর পর চাইলে মোটা তোয়ালে গরম পানিতে নিংড়ে মাথায় পেঁচিয়ে রাখতে পারেন কিছুক্ষণ। গরম ভাপ লোমকূপগুলো খুলে দিতে সাহায্য করবে। ভেতরের ময়লা বের হয়ে আসবে এবং তেলের পুষ্টিগুণ ভেতরে যেতে পারবে। 

>>চুল নরম রাখতে চাইলে তেলের সঙ্গে মেথি মিশিয়ে নিতে পারেন। মেথি চুলের শুষ্কতা কমিয়ে আনবে। শুষ্ক চুলে শ্যাম্পু ব্যবহারের পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। 

>>তৈলাক্ত চুলে খুশকি বেড়ে গেলে তেলের সঙ্গে লেবু মিশিয়ে লাগাতে পারেন।

>> চার টেবিল চামচ তেল নিলে এক টেবিল চামচ লেবুর রস মেশাতে হয়। তেল হালকা গরম করে নিতে পারেন। চুল পড়া কমাতে তেলের সঙ্গে আমলকীর রস মেশাতে পারেন। এগুলো করার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করুন।

Provaati
    দৈনিক প্রভাতী