বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাটখিলে অবৈধভাবে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ২২ ১০ ০১  

চাটখিলে-অবৈধভাবে-বালু-তোলায়-৩-জনের-কারাদণ্ড

চাটখিলে-অবৈধভাবে-বালু-তোলায়-৩-জনের-কারাদণ্ড

নোয়াখালীর চাটখিলের পূর্ব পরকোটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়ার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী এক অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারসহ অন্যান্য সামগ্রী জব্দ করে প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে পূর্ব পরকোটের বাসিন্দা নজরুল ইসলামকে তিনমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সুলতান মাহমুদ ও মোহাম্মদ মুরাদ হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Provaati
    দৈনিক প্রভাতী