সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোল মেশিনের কাছ থেকে হ্যাটট্রিক না পেয়ে হতাশ গার্দিওলা!

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০২  

গোল-মেশিনের-কাছ-থেকে-হ্যাটট্রিক-না-পেয়ে-হতাশ-গার্দিওলা

গোল-মেশিনের-কাছ-থেকে-হ্যাটট্রিক-না-পেয়ে-হতাশ-গার্দিওলা

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই গোল মেশিন হয়ে উঠেছেন নরওয়ের তারকা আর্লিং হালান্ড। তার কাছে থেকে কোচ পেপ গার্দিওলার প্রত্যাশাও তাই আকাশচুম্বী। প্রতি ম্যাচেই কোচের প্রত্যাশা পূরণ করে যাচ্ছেন হালান্ড। তবে ব্যক্তিক্রম হলো সাউদাম্পটনের বিপক্ষে। আর তাতেই শিষ্যের উপর নাখোশ হলেন ম্যানসিটি বস।

নিজেদের সবশেষ ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচেও গোলের ধারা অব্যাহত রেখেহেন হালান্ড। তবে হ্যাটট্রিকের দেখা মেলেনি। যে কারণে ক্ষেপে গেছেন গার্দিওলা, হয়েছেন হতাশও।

গার্দিওলার হতাশ হওয়ার পেছনে অবশ্য কারণ আছে। সাউদাম্পটনের বিপক্ষে হালান্ডের গোল হতে পারতো দুটি। তবে কেভিন ডি ব্রুইনার কাছে থেকে সহজ ক্রস পেয়েও বল জালে জড়াতে পারেননি নরওয়েজিয়ান তারকা। যার ফলে তাকে সন্তুষ্ট থাকতে হয় এক গোল নিয়েই।

গার্দিওলা ম্যাচ শেষে বলেন, ‘আমি তার ওপর খুবই হতাশ। সে কেন তিন গোল করল না!’ তার এই ‘হতাশা’ যে নেহায়েত রসিকতার, সেটাও বোঝা গেল তার পরের কথাতেই, ‘এই কারণেই তাকে প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কারের আবেদন করা হচ্ছে।’

চলতি মৌসুমে এরই মধ্যে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করে ফেলেছেন হালান্ড। একই সঙ্গে সব ধরণের প্রতিযোগিতায় টানা দশ, আর প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন তিনি।

ম্যাচ শেষে শিষ্যের এমন পারফর্ম্যান্সের তারিফ করতে ভুলেননি সিটি বস। গার্দিওলা বলেন, ‘তাকে নিয়ে প্রত্যাশাটা এত বেশি যে লোকজন চায় সে যেন প্রতি ম্যাচে ৩-৪ টি করে গোল করে। কিন্তু দিনশেষে সে আমাদের হয়ে একটা গোল করেছে, আমাদের সাহায্য করেছে, বল ধরে রেখেছে, লড়াই করেছে। আমার মনে হচ্ছে, আর্লিং আজ ভালোই খেলেছে।’

Provaati
    দৈনিক প্রভাতী