বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাংনীতে ডাকাতির ঘটনায় আটক আরো ২ যুবক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০২  

গাংনীতে-ডাকাতির-ঘটনায়-আটক-আরো-২-যুবক

গাংনীতে-ডাকাতির-ঘটনায়-আটক-আরো-২-যুবক

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে গাছ ফেলে গণডাকাতি মামলার দুই যুবককে আটক করেছে পুলিশ।

তারা হলেন, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ষোলদাগ গ্রামের মুন্সিপাড়া এলাকার আজিজ মন্ডলের ছেলে আশিক মন্ডল (২৫) ও একই জেলার খোকসা উপজেলা শহরের ২নং ওয়ার্ড মাঠপাড়া এলাকার মৃত লিটন শেখের ছেলে পিপাসা আহম্মেদ আশিক (২০)।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই আতিক রোববার (২ অক্টোবর) দিবাগত রাতে এসআই মাসুদ, এসআই জাহিদসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি টিম দিনাজপুর জেলার চিরিরবন্দর থেকে পিপাসা আহম্মেদ আশিককে এবং এসআই মাসুদের নেতৃত্বে সঙ্গীয়ফোর্সসহ অপর একটি টিম ভেড়ামার ষোলদাগ গ্রামে অভিযান চালিয়ে আশিক মন্ডলকে আটক করে।

ওসি আব্দুর রাজ্জাক জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারে আসামিদের ব্যাপারে নিশ্চিত হয়ে পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয়।

এ নিয়ে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করা হলো। এর আগে গাংনী উপজেলার ঝোড়াঘাট গ্রামের ছুরমান মণ্ডলের ছেলে নুরুল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে বামন্দী-দেবীপুর সড়কের বামন্দী পুলিশ ক্যাম্পের অদূরে রাস্তায় গাছের গুড়ি ফেলে প্রায় তিন ঘণ্টাব্যাপী ডাকাতি করে ডাকাত দল। এ সময় পথচারীদের মোবাইলসহ টাকা লুট করে তারা। এ ঘটনায় পরদিন ডাকাতির ঘটনায় বামন্দী পশ্চিমপাড়ার ফজলুর রহমানের ছেলে রনি ইসলাম বাদী হয়ে গাংনী থানায় অজ্ঞাত ১০-১২ জনের নামে মামলা দায়ের করেন।

Provaati
    দৈনিক প্রভাতী