সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুলনা মাতালো ‘অপারেশন সুন্দরবন’

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০১  

খুলনা-মাতালো-অপারেশন-সুন্দরবন

খুলনা-মাতালো-অপারেশন-সুন্দরবন

টিম ‘অপারেশন সুন্দরবন’ ১ অক্টোবর খুলনা শহরে সিনেমার প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়। বিকাল ৫ টায় খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, কুয়েট ফিল্ম সোসাইটি এবং ফুড স্টুডিও এর আয়োজনে একটি সংর্ধনায় যোগ দেয়। সেখানে খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি মনিরুজ্জামান লাভলু এবং কুয়েট ফিল্ম সোসাইটির সভাপতি সিফাত তাদের বরণ করে নেয়। 

সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, নুসরাত ফারিয়া ও পরিচালক দীপংকর দীপন খুলনাবাসীকে বলেন, অপারেশন সুন্দরবন খুলনাবাসীর সিনেমা। এরপর অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের শিল্পীরা দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার আহবান করেন। 

এরপরে তার হাওয়াতে গানের সঙ্গে সিয়াম ও ফারিয়া একটি ছোট্ট পারফরমেন্স করেন। এই সময় দর্শকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। সেলফি তোলা ও প্রিয় নায়ক নায়িকাদের সঙ্গে সাক্ষাৎ করতে খুলনার তরুন-তরুনীদের মধ্যে ব্যপক আগ্রহ দেখা যায়। 

খুলনার শঙ্খ ও লিবার্টি সিনেমা হলের আমন্ত্রণে সিনেমা হলে যান ‘অপারেশন সুন্দরবন’ টিম। সেখানে লিবার্টি সিনেমা হলের মালিক জনাব শাহজাহান এবং শঙ্খ সিনেমা হলের মালিক মি কামাল এর পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। ‘অপারেশন সুন্দরবন’ টিমের পক্ষ থেকে শঙ্খ সিনেমা ও লিবার্টি সিনেমার সকল কর্মকতা ও স্টাফদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। 

এ প্রসঙ্গে অপারেশন সুন্দরবন সিনেমা পরিচালক দীপংকর দীপন বলেন- সিনেমা হলের সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষ, আমাদের কাছে খুব কাছের। সিনেমার হলে পোস্টার ম্যান, গেট ম্যান, লাইট ম্যান, প্রচার ম্যান, অপারেটর প্রত্যেকটা মানুষ দীর্ঘদিন ধরে বাংলাদেশের সিনেমায় অবদান রেখে চলছেন। আমি দেখেছি একটি সিনেমা হিট হলে তারা কি পরিমান খুশী হয়। আজ টিম অপারেশন সুন্দরবন তাদের পারিবারের জন্য শুভেচ্ছা উপহার নিয়ে তাদের বাংলা সিনেমায় অবদানকে সম্মান জানাতে চায়।

এরপর টিম অপারেশন সুন্দরবন সাতক্ষীরায় চুকনগরের বিখ্যাত আব্বাস চুই ঝালের রেস্তোরায় চুই মাংসের স্বাদ গ্রহণ করেন।

Provaati
    দৈনিক প্রভাতী