সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্ষেত থেকে তুলছিলেন শসা, বজ্রপাতে মুহূর্তেই গেল প্রাণ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

ক্ষেত-থেকে-তুলছিলেন-শসা-বজ্রপাতে-মুহূর্তেই-গেল-প্রাণ

ক্ষেত-থেকে-তুলছিলেন-শসা-বজ্রপাতে-মুহূর্তেই-গেল-প্রাণ

মেহেরপুরের সদর উপজেলার কুলবাড়িয়াতে বজ্রপাতে লিটন আহম্মেদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় সুজন হোসেন (২৮) নামে অপর এক কৃষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কুলবাড়িয়া গ্রামের বেইলির মাঠ নামক স্থানে মাঠে শসা তুলতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি। মৃত লিটন আহম্মেদ কুলবাড়িয়া গ্রামের শফিউল ইসলামের ছেলে ও আহত সুজন একই গ্রামের জাহিরুল ইসলামের ছেলে।

মৃত লিটনের ভাই আনিছুর রহমান বলেন, আমার ভাই লিটন ও সুজন বেইলির মাঠে শসা তুলছিলেন। হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। তারা এ সময় একটি গাছের নিচে বসেছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে দুইজনই মারাত্বক আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে লিটন আহম্মেদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Provaati
    দৈনিক প্রভাতী