বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রত্যাশা সাবিনারা চ্যাম্পিয়ন হবে

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০২  

ক্রীড়া-প্রতিমন্ত্রীর-প্রত্যাশা-সাবিনারা-চ্যাম্পিয়ন-হবে

ক্রীড়া-প্রতিমন্ত্রীর-প্রত্যাশা-সাবিনারা-চ্যাম্পিয়ন-হবে

চলমান সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলতে নেমে ভুটানের জালে রীতিমতো গোল উৎসব করেন সাবিনা খাতুনরা।

ফাইনালে ওঠার লড়াইয়ে ৮-০ গোলের বড় ব্যবধানে ভুটানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দীর্ঘ ৬ বছর পর আবার ফাইনালে পা রাখল বাংলাদেশ।

নারী ফুটবল দলের এ সাফল্যে দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো, জাহিদ আহসান রাসেল এমপি।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আমাদের মেয়েরা টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলছে। 

তিনি আরো বলেন, আশা করি, ফাইনালেও আমাদের মেয়েরা ভালো খেলেই চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় গৌরব অর্জন করবে।’

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। বিজয়ী দলের বিপক্ষে বাংলাদেশ শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ১৯ সেপ্টেম্বর।

Provaati
    দৈনিক প্রভাতী