শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেটারদের সেবায় রিহ্যাব সেন্টার করছে বিসিবি  

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০২  

ক্রিকেটারদের-সেবায়-রিহ্যাব-সেন্টার-করছে-বিসিবি- 

ক্রিকেটারদের-সেবায়-রিহ্যাব-সেন্টার-করছে-বিসিবি- 

ক্রিকেটারদের দ্রুত উন্নত সেবা নিশ্চিত করা ও দেশের বাইরে না পাঠিয়ে সময় ও অর্থ বাঁচানোর উদ্দেশ্যে দেশেই রিহ্যাব সেন্টার চালু করা হচ্ছে। ক্রিকেটারদের পুর্নবাসনের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ঢাকায় এই রিহ্যাব সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

মঙ্গলবার সংবাদ মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের ক্রিকেটারদের ইনজুরি হলেই আমাদের খেলোয়াড়দের ৪-৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। সেখান থেকে আসার পর তার পুর্নবাসন প্রক্রিয়া চলে। সেখানেও এক মাস চলে বা কাছাকাছি এরকম। যখন এগুলোতে কাজ হয় না তখন বিদেশে পাঠানো লাগে। তারপর বলা হয় ওর অস্ত্রোপচার লাগবে, এই লাগবে বা সেই লাগবে।’

তিনি আরো বলেন, আমরা ঢাকায় স্থায়ীভাবে একটা রিহ্যাব সেন্টার করতে চাচ্ছি। দেশি এবং বিদেশি সব বিশেষজ্ঞদের নিয়ে। বিসিবির মেডিকেল বিভাগ এটা পুরোটা নিয়ন্ত্রণ করবে। ওখানে সারাবছর ইনজুরি নিয়ে কাজ করবে। কোনো ছুটি নেই। এক ছাদের নিচে সব ব্যবস্থা থাকবে, যেন কোথাও ছোটাছুটি করতে না হয়।’

Provaati
    দৈনিক প্রভাতী