শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোহলির ব্যাটে সেঞ্চুরি চান পাকিস্তানের শাদাব

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ১৮ ০৬ ০১  

কোহলির-ব্যাটে-সেঞ্চুরি-চান-পাকিস্তানের-শাদাব

কোহলির-ব্যাটে-সেঞ্চুরি-চান-পাকিস্তানের-শাদাব

২০১৯ সালের ডিসেম্বর থেকে সেঞ্চুরি খড়ায় থাকা ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির ব্যাটে শতক প্রত্যাশা করছেন চিরপ্রতিন্দ্বন্দ্বি পাকিস্তান অলরাউন্ডার শাদাব খান। তবে সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে নয়, অন্য কোন দলের বিপক্ষে হোক, সেটিও জানিয়েছেন শাদাব।

আড়াই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই কোহলির। সেঞ্চুরির সাথে-সাথে ম্যাচ জয়ী ইনিংস খেলতেও ভুলে গেছেন কোহলি। তাই ৭০টি সেঞ্চুরির মালিক কোহলিকে নিয়ে আলোচনা সবচেয়ে বেশি।

আজ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে সবচেয়ে বেশি স্পটলাইট থাকছে কোহলির উপর। ফর্মে ফিরে ম্যাচ জয়ী ইনিংস খেলতে পারেন কি-না কোহলি, সেদিকে চোখ ক্রিকেট ভক্ত ও আলোচনকারীদের।

তবে সবাইকে চমকে দেয়ার মত বক্তব্য দিয়েছেন পাকিস্তানের শাদাব। কোহলির ব্যাটে সেঞ্চুরি দেখতে চান তিনি। তবে সেটি পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নয়।

আগামীকাল ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধের আগে শাদাব বলেন, আশা করছি আবারও পুরনো ছন্দে ফিরুক কোহলি। আগের মতোই খেলুক আবার। এখন যে খারাপ খেলছে তা নয়। তবে নিজের যে মান তৈরি করেছে, তাতে এখনকার পারফরমেন্সে খারাপ মনে হচ্ছে। মনে হচ্ছে কোহলি ছন্দে নেই। ব্যক্তিগত ভাবে কোহলির ব্যাটে শতরান দেখতে চাই। কিন্তু সেটা পাকিস্তান বিপক্ষে নয়। এই প্রতিযোগিতাতেই অন্য কোনও দলের বিপক্ষে সেঞ্চুরি করুস সে।

কোহলিকে নিয়ে সাবেক ক্রিকেটারদের সমালোচনা পছন্দ হচ্ছে না শাদাবের। তিনি বলেন, সাবেক ক্রিকেটাররা এখন আর খেলছে না। তাই তাদের মনে হচ্ছে, কোহলি এখন আর ততটা ভয়ংকর নন। কোহলি একজন কিংবদন্তি। ভারতের হয়ে তার অনেক বড় বড় পারফরমেন্স আছে। সে অনেক বড় খেলোয়াড়, অবশ্যই তাকে সমীহ করতে হবে। কোহলি মাঠে নামলে বিপক্ষ দল চাপে থাকতে বাধ্য, সতর্ক থাকতেই হয়। কখনই চাইবো না, আমাদের বিপক্ষে বড় ইনিংস খেলুক কোহলি।

Provaati
    দৈনিক প্রভাতী