মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোটি টাকার সোনাসহ আন্তর্জাতিক চোরাচালানকারী গ্রেফতার

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০১  

কোটি-টাকার-সোনাসহ-আন্তর্জাতিক-চোরাচালানকারী-গ্রেফতার

কোটি-টাকার-সোনাসহ-আন্তর্জাতিক-চোরাচালানকারী-গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৬টি সোনার বারসহ সুজন কান্তি দাশ নামে আন্তর্জাতিক সোনা চোরাচালানকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা ডিবির পরিদর্শক নুর আহমদ। এর আগে, শনিবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুজন কান্তি দাশ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকার নরেশ চন্দ্র দাশের ছেলে।

পরিদর্শক নুর আহমদ বলেন, আন্তর্জাতিক সোনা চোরাচালানকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ সোনা নিয়ে বাসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে- এমন সংবাদে শনিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় চেকপোস্ট বসানো হয়।

একপর্যায়ে একটি বাস থামিয়ে তথ্য অনুযায়ী সেই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি সোনা বহনের কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যে দুই পায়ের জুতার ভেতর বিশেষ কৌশলে রাখা ১৬টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি সাত লাখ ২০ হাজার করে সবগুলো বারের মোট মূল্য এক কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা।

ডিবি কর্মকর্তা নুর আহমদ আরো বলেন, এসব সোনা বিদেশ থেকে আমদানি করা হলেও এর বৈধ কোনো কাগজপত্র সেখাতে পারেননি সুজন কান্তি দাশ। অবৈধভাবে আমদানি করা এসব সোনা অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী