রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষককে পিষে মারল হাতি

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১ ১৪ ০২ ০২  

কৃষককে-পিষে-মারল-হাতি

কৃষককে-পিষে-মারল-হাতি

চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আবু তৈয়ব নামে ৫৮ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আবু তৈয়ব উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা সাপলেজাপাড়া গ্রামের মুন্সী মিয়ার ছেলে। তার স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে চায়ের দোকানে যাচ্ছিলেন আবু তৈয়ব। এ সময় অন্ধকার সড়কে আগে থেকেই দাঁড়িয়ে থাকা বন্যহাতির সামনে পড়েন তিনি। একপর্যায়ে হাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে পায়ের নিচে পিষ্ট করে ফেলে চলে যায়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। হাতিটি লোকালয় ছেড়ে বনে ফিরে গেছে। এখন ধান পাকার মৌসুম হওয়ায় বন্যহাতি খাবারের খোঁজে লোকালয়ে হানা দেওয়া শুরু করেছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

Provaati
    দৈনিক প্রভাতী