শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুষ্টিয়ায় হত্যা মামলায় বাবা-ছেলে-জামাইয়ের কারাদণ্ড

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০১  

কুষ্টিয়ায়-হত্যা-মামলায়-বাবা-ছেলে-জামাইয়ের-কারাদণ্ড

কুষ্টিয়ায়-হত্যা-মামলায়-বাবা-ছেলে-জামাইয়ের-কারাদণ্ড

সম্পর্কিত খবর সরকারি জমি আত্মসাতের দায়ে ৮ জনের কারাদণ্ড কুষ্টিয়ার ভেড়ামারায় হত্যা মামলায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় আরো দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে আনোয়ার হোসেন, আনোয়ারের ছেলে কনক ও মেয়েজামাই রফিক। রফিক একই গ্রামের শরির ছেলে। রায় ঘোষণার সময় রফিক ও কনক উপস্থিত ছিলেন। আনোয়ার পলাতক রয়েছেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১০ সালের ১৯ মে বিকেল সাড়ে ৪টার দিকে মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের রজব আলীকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। ৫৫ বছর বয়সী রজব একই গ্রামের ভিকু মণ্ডলের ছেলে ছিলেন। ঘটনার দিন রাতেই ভেড়ামারা থানায় একটি মামলা করেন নিহতের ছোট ভাই ইদবার আলী। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত। এর মধ্যে আনোয়ারকে যাবজ্জীবন, তার ছেলেকে দুই বছর ও মেয়েজামাইকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া আনোয়ার ও রফিককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং কনককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। অভিযোগ প্রমাণিত না খালাস পেয়েছেন তিনজন।

Provaati
    দৈনিক প্রভাতী