বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

কিশোরকে দিনভর আটকে রেখে নির্যাতনের পর হত্যা

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০২  

কিশোরকে-দিনভর-আটকে-রেখে-নির্যাতনের-পর-হত্যা

কিশোরকে-দিনভর-আটকে-রেখে-নির্যাতনের-পর-হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল চুরির অপবাদে মো. রাসেল মিয়া (১৭) নামে এক কিশোরকে দিনভর আটকে রেখে নির্যাতনে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দিনভর সোহাগ ও রফিকসহ কয়েকজন যুবক রাসেলকে শারীরিকভাবে নির্যাতন করে গুরুতর আহত করেন। খবর পেয়ে রাসেলের স্বজনরা শুক্রবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান (পিপিএম)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাসেল মিয়া একটি কারখানায় পাইপ ফিটারের কাজ করতেন। শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাসেলকে মোবাইল চুরির অভিযোগে সোহাগ ও রফিকসহ একদল যুবক মারধর করে আটকে রাখেন। পরে সন্ধ্যায় স্বজনরা রাসেলকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের পরিবারের অভিযোগ, পূর্ব শক্রতার জের ধরে রাসেলকে পরিকল্পিতভাবে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে। এ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ওসি মো. মশিউর রহমান জানান, এ ঘটনায় নিহত রাসেলের নানি বাদী হয়ে শনিবার দুপুরে সোহাগ ও রফিকসহ তিনজনের নামে ও অজ্ঞাত আরো ৬-৭ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামিদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। 

Provaati
    দৈনিক প্রভাতী