বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

করতোয়ায় নৌকাডুবি: এখনো ৩ জন নিখোঁজ, উদ্ধার অভিযান সীমিত

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০১  

করতোয়ায়-নৌকাডুবি-এখনো-৩-জন-নিখোঁজ-উদ্ধার-অভিযান-সীমিত

করতোয়ায়-নৌকাডুবি-এখনো-৩-জন-নিখোঁজ-উদ্ধার-অভিযান-সীমিত

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় টানা আটদিন ধরে চলা উদ্ধার অভিযান সীমিত করা হয়েছে। গতকাল রাতে ফায়ার সাার্ভিসের পঞ্চগড় স্টেশন মাস্টার তুষার কান্তি এ তথ্য জানিয়েছেন। 

এর আগে ফায়ার সার্ভিসের রংপুর রাজশাহী ও কুড়িগ্রামের আটটি ইউনিটে ৭০ জনের ডুবুরিদল কাজ করছিল। সোমবার ভোর থেকে ফায়ার সার্ভিসের শুধুমাত্র বোদা থানার ফায়ার সার্ভিসের স্টেশনের একটি দল উদ্ধার কাজ চালাবেন।

ফায়ার সার্ভিসের বোদা থানার ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান আলী জানান ৭ জন সদস্য নদীর বালুচড়গুলোতে মরদেহ খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। তবে স্পিডবোট নেই সাধারণ নৌকায় চড়ে মরদেহ খোঁজা হচ্ছে।

গত ২৫ সেপ্টেম্বর রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউপির করতোয়া নদীর আউলিয়া ঘাটে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা পানির নিচে ডুবে যায়। সরকারি তথ্যমতে এ পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ২ জন পুরুষ একজন শিশু।

Provaati
    দৈনিক প্রভাতী