বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

এশিয়া কাপে বাংলাদেশের সূচি প্রকাশ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ০২ ০২ ০২  

এশিয়া-কাপে-বাংলাদেশের-সূচি-প্রকাশ

এশিয়া-কাপে-বাংলাদেশের-সূচি-প্রকাশ

নারীদের এশিয়া কাপের অষ্টম আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। সাত দল নিয়ে আগামী মাসের ১ তারিখ থেকে সিলেটে হবে এ টুর্নামেন্ট। তার আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাওয়া অন্য ৬টি দল হলো- ভারত, শ্রীলংকা, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী দিনে থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। একই দিন ভারত লড়বে শ্রীলংকার নারীদের বিপক্ষে। টাইগ্রেসদের পরের ম্যাচ ৩ অক্টোবর, যেখানে পাকিস্তানের বিপক্ষে নামবে নিগার সুলতানা জ্যেতি বাহিনী।

এরপর ৬ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে, ৮ অক্টোবর ভারতের বিপক্ষে,  ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ও ১১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

গ্রুপ পর্ব শেষে সেরা চারটি দল পা রাখবে সেমিফাইনালে। ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচ দুটি। ফাইনাল মাঠে গড়াবে ১৫ অক্টোবর।

এশিয়া কাপে বাংলাদেশের সূচি

১ অক্টোবর- বাংলাদেশ বনাম থাইল্যান্ড
৩ অক্টোবর- বাংলাদেশ বনাম পাকিস্তান
৬ অক্টোবর- বাংলাদেশ বনাম মালয়েশিয়া
৮ অক্টোবর- বাংলাদেশ বনাম ভারত
১০ অক্টোবর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১১ অক্টোবর- বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত

Provaati
    দৈনিক প্রভাতী