বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

একসঙ্গে সুসংবাদ পেলেন ক্রিকেটাররা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০১  

একসঙ্গে-সুসংবাদ-পেলেন-ক্রিকেটাররা

একসঙ্গে-সুসংবাদ-পেলেন-ক্রিকেটাররা

এবারের এশিয়া কাপে সুপার ফোরে ওঠার লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লক্ষ্য অর্জন দূরের কথা, গ্রুপ পর্বেই কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে ব্যক্তি পর্যায়ে বেশ কিছু পারফরম্যান্স বিশ্বকাপকে সামনে রেখে লাল-সবুজদের আশা দেখিয়েছে।

ব্যাট হাতে সাকিব আল হাসান, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ যেমন লড়েছেন তেমনই বল হাতে পারফর্ম করেছেন তাসকিন আহমেদ। এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরও তাই দারুণ সুসংবাদ পেয়েছেন সাকিব তাসকিনরা।

এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে আফিফ হোসেন খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস। ২ উইকেটে হারের ফলে ঢাকা পড়ে গেছে তার এই অনবদ্য পারফরম্যান্স। তবে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এই ইনিংসের ছাপ পড়েছে ঠিকই। ৭ ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন ৫০তম অবস্থানে।

মাহমুদউল্লাহ রিয়াদ লঙ্কানদের বিপক্ষে খেলেছিলেন ২২ বলে ২৭ রানের ইনিংস। সেই সুবাদে তিনি এগিয়ে এসেছেন ২ ধাপ, তার অবস্থান ৩৬-এ। একই ম্যাচে ২২ বলে ২৪ রানের ইনিংস খেলে সাকিব এগিয়েছেন ১ ধাপ, তিনি আছেন ৬৭তম স্থানে।

সেই ম্যাচে মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ইনিংসের ওপেন করেছিলেন। ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলে তিনি দলকে এনে দিয়েছিলেন দারুণ এক শুরু। তবে এরপরও তিনি ঢুকতে পারেননি সেরা ১০০তে। সে ম্যাচে ৯ বলে ২৪ রানের ইনিংস খেলা মোসাদ্দেক হোসেনও সেরা ১০০-তে নেই।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বেশ কয়েকজন। ১ উইকেট নিয়ে মুস্তাফিজের উন্নতি হয়েছে ২ ধাপ, বর্তমানে তার অবস্থান ২৯। বিশাল লাফ দিয়েছেন তাসকিন আহমেদ। ২৪ রানে ২ উইকেট শিকার করে তিনি এগিয়েছেন ২৮ ধাপ। বর্তমানে তিনি আছেন যৌথভাবে ৭২তম স্থানে।

এছাড়া শেখ মাহেদী হাসান বাংলাদেশের টি-২০ বোলারদের ভেতর আছেন সেরা অবস্থানে। তার অবস্থান ১৬তম। তার চেয়ে তিন ধাপ পেছনে আছেন সাকিব।

Provaati
    দৈনিক প্রভাতী