বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ দুজন আটক 

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১০ ১০ ০২  

উখিয়ায়-১-লাখ-ইয়াবাসহ-দুজন-আটক 

উখিয়ায়-১-লাখ-ইয়াবাসহ-দুজন-আটক 

কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পালংখালী ইউপির বালুখালী কাঁকড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। 

আটকরা হলেন বান্দরবানের নাইক্ষ্যছড়ি সোনাইছড়ি বটতলী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আশরাফ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম, অন্যজন  সোনাইছড়ি রেজু নতুন পাড়া, ৮ নম্বর  ওয়ার্ডের বাসিন্দা মীর আহমেদ এর ছেলে ছৈয়দ করিম। 

পলাতকরা হলেন টেকনাফের হোয়াইক্যং কাটাখালির সৈয়দ আহমেদ এর ছেলে সম্রাট হোসেন, একই ইউপির ঘোনাপাড়ার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে  কালাম ও কাটাখালীর ইসা আহমেদ এর ছেলে  মোস্তাফা। 

বুধবার রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক( আইন এবং গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন।

তিনি জানান, আমাদের কাছে খবর আসে কতিপয় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে রাস্তায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি বস্তাসহ দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে কৌশলে দুজনকে আটক করতে সক্ষম হই। এ সময় আরো তিনজন পালিয়ে যায়। 

আটকের পর মো. সাইফুল ইসলাম এর কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পঞ্চাশ হাজার এবং  ছৈয়দ করিমের আরেকটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পঞ্চাশ হাজারসহ মোট এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়। 

বিল্লাল আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং পলাতক আসামিসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

Provaati
    দৈনিক প্রভাতী