বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদে বাসনপত্র হোক মিক্স-ম্যাচ

প্রকাশিত: ৬ জুলাই ২০২২ ১৩ ০১ ০২  

ঈদে-বাসনপত্র-হোক-মিক্স-ম্যাচ

ঈদে-বাসনপত্র-হোক-মিক্স-ম্যাচ

ট্রেন্ডি বাসনপত্রে চাহিদা বেড়েছে। বাজারে এখন নকশিকাঁথা ও রিকশাচিত্রের নকশা করা থালাবাটি ও ডিনার সেট পাওয়া যাচ্ছে। আছে হ্যান্ড–পেইন্টেড সার্ভিং ট্রে, রাজস্থানি নকশার টি সেট আর চামচদানিসহ অনেক কিছু।  গতানুগতিক গোল থালা আর নেই। চায়ের কাপও রূপ বদলেছে। বর্তমানে খানিকটা চিড়ার মতো চ্যাপ্টা ছড়ানো ডিশের কদরও বেশি।

আকার আকৃতি আর নকশা নিজের পছন্দ অনুযায়ী নির্বাচন করে নিতে পারেন। তবে রং নির্বাচনে একটি টিপস মনে রাখলে ভালো। যেমন ডাইনিং রুমের দেয়ালের রং আর টেবিলের রানারের সঙ্গে মিলিয়ে পছন্দ করতে পারেন বাসনপত্রের রং। সব বাসন এক রংয়ের হতে হবে এমন না। রাতের ডাইনিং টেবিলটা সাজাতে পারেন লাল আর কালো রংয়ের বাসনপত্র দিয়ে। দিনের যে কোনো ভাগে-হালকা হলুদ, কমলা রংয়ের বাসন ভালো লাগবে।  অন্তত দুই রংয়ের বাসনপত্রে খাবার পরিবেশন করলে টেবিলের সাজ-আর উৎসবের আমেজ মিলে যাবে।

এসব বাসনপত্র সহজে ধুয়ে নেয়ার জন্য দরকার তরল সাবান। সিরামিকের বাসনে ময়লা কম আটকালেও তেলজাতীয় খাবার রাখলে তৈলাক্তভাব সৃষ্টি হয়। হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে সিরামিক বা কাচের পাত্র পরিষ্কার করলে কোনো দাগ ও গন্ধ থাকে না।



দৈনিক প্রভাতী/আরএস

Provaati
    দৈনিক প্রভাতী