বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইয়াবা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেও রেহাই মেলেনি তার

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

ইয়াবা-নিয়ে-দৌড়ে-পালানোর-চেষ্টা-করেও-রেহাই-মেলেনি-তার

ইয়াবা-নিয়ে-দৌড়ে-পালানোর-চেষ্টা-করেও-রেহাই-মেলেনি-তার

সম্পর্কিত খবর টিস্যুতে মোড়ানো ছিল ২ হাজার ইয়াবা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন তিনি। কিন্তু ফেনীর লালপুল এলাকায় এসে ধরা পড়তে হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দুই হাজার ইয়াবাসহ ধরা পড়েন এ যুবক। ২৮ বছর বয়সী এ যুবকের নাম মো. শফিক। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার ফরিদ আলমের ছেলে।

ফেনী মডেল থানায় ওসি মো. নিজাম উদ্দিন জানান,  কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বাসে ঢাকায় যাচ্ছিলেন এক যুবক- এমন সংবাদে সকালে সন্দেহভাজন বাসে তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় বাসযাত্রী শফিক দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে ধরে ফেলেন। পরে তার পকেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই মো. আবু তাহের।

Provaati
    দৈনিক প্রভাতী