বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইলিশ বহন করে জরিমানা দিলেন দুই বিমান যাত্রী

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০২  

ইলিশ-বহন-করে-জরিমানা-দিলেন-দুই-বিমান-যাত্রী

ইলিশ-বহন-করে-জরিমানা-দিলেন-দুই-বিমান-যাত্রী

নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে দুই বিমান যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন- আলমগীর ও মানস।

শুক্রবার বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের আটক করে বলে জেলার মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানিয়েছেন।

তিনি জানান, সকালে বিমানে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বরিশাল বিমানবন্দরে আসেন যাত্রী আলমগীর ও মানস। তাদের সঙ্গে থাকা কর্কসিটের কার্টন বক্স স্ক্যান করার সময় ইলিশ মাছ পাওয়া যায়। 

নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে দুজনকে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়। দুই যাত্রীকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। 

এ সময় নির্বাহী মেজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা দুজনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়াও কার্টন থেকে উদ্ধার করা ৮টি ইলিশ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী