রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইলিশ ধরে সাজা পেলেন ১৮ জেলে

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

ইলিশ-ধরে-সাজা-পেলেন-১৮-জেলে

ইলিশ-ধরে-সাজা-পেলেন-১৮-জেলে

সম্পর্কিত খবর বরিশালে ইলিশ শিকারের দায়ে ৩০৪ জেলের কারাদণ্ড চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় ১৮ জেলেকে আটক করা হয়েছে। এ সময় একটি নৌকা, এক লাখ মিটার কারেন্ট জাল ও ১২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আটকরা হলেন- চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের আব্দুস সালাম, ইব্রাহিমপুর ইউনিয়নের চর ফতেজংপুর গ্রামের হেজু, সোলেমান হক, রহমান হাওলাদার, মতলব উত্তর উপজেলার বাহাদারপুর গ্রামের ইউসুফ কবিরাজ, হেল্লাল কবিরাজ, রুবেল, ইউসুফ, মফিজ, জাহাঙ্গীর কবিরাজ, জনি, হাইমচর উপজেলার লামচরী গ্রামের রাব্বি, রবিউল, রাকিব, হানিফ, আবুল হাসনাত, একই উপজেলার নীলকমল ইউনিয়নের আব্দুল কুদ্দুস ও নাজমুল হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় পদ্মা-মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করে নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী